en

বাঙ্গালীর সংস্কৃতির অংশ হিসেবে সামাজিক উৎসব সমূহ

বাঙ্গালীর সংস্কৃতিতে সামাজিক উৎসবসমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাঙ্গালিরা উৎসব প্রিয়। বছরের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের উৎসব পালন করে থাকে। যেমন বাংলা নববর্ষ, পৌষ মেলা, নবান্ন উৎসব ইত্যাদি। এসব উৎসবে বাঙ্গালিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। সামাজিক উৎসবগুলোতে বাঙ্গালিরা বিভিন্নভাবে আনন্দ করে থাকে। এই সময় বিভিন্ন জায়গায় বেড়াতে যাওয়া, নতুন নতুন কাপড় পরা, বিশেষ বিশেষ খাবার রান্না করা ইত্যাদি।সংস্কৃতি কাকে বলে? সংস্কৃতি বলতে আমরা সাধারণত আমাদের জীবনের সব কিছুকে মনে করি। সংস্কৃতির উপাদান সমূহ হল- আমাদের জীবন যাপনের ধরন, পোশাক, খাদ্য, উৎসব, অনুষ্টান, ভাষা, বাড়িঘর, অলংকার, যানবাহন, গানবাজনা, শিল্প- সাহিত্য, তৈজসপত্র, বিশ্বাস ইত্যাদি।

বাঙ্গালির জীবন নানা আচার- অনুষ্টানে ভরপুর। যেমন মুখে ভাত,আকীকা, গায়ে হলুদ, জন্মদিন , মুসলমানি, পানচিনি, হাতেখড়ি, গহপ্রবেশ, হালখাতা ইত্যাদি উল্লেখযোগ্য। বাঙ্গালির সংস্কৃতিতে সামাজিক উৎসবসমূহ অনেকটা অংশ জুড়ে আছে। সামাজিক উৎসবগুলো আমাদের প্রতিদিনের জীবন যাত্রার সাথে মিশে আছে।

আরও পড়ুন:-

কপিরাইট © ২০১৮ রংতুলি চয়েস ইনফো